1. A Garland of Letters
    The Bangla Alphabet in verse, with sketches by Nandalal Bose
  2. Part 1
    বনে থাকে বাঘ। গাছে থাকে পাখী। জলে থাকে মাছ।
  3. Part 2
    রাম বনে ফুল পাড়ে। গায়ে তার লাল শাল। হাতে তার সাজি।
  4. Part 3
    ঐ সাদা ছাতা। দাদা যায় হাটে। গায়ে লাল জামা।
  5. Part 4
    বিনিপিসি, বামি আর দিদি ঐ দিকে আছে।
  6. Part 5
    চুপ ক’রে ব’সে ঘুম পায়। চলো, ঘুরে আসি।
  7. Part 6
    বেলা যায়। তেল মেখে জলে ডুব দিয়ে আসি।
  8. Part 7
    শৈল এল কই? ঐ যে আসে ভেলা চ’ড়ে বৈঠা বেয়ে।
  9. Part 8
    ভোর হ’লো। ধোবা আসে। ঐ তো লোকা ধোবা।
  10. Part 9
    এসো এসো, গৌর এসো। ওরে কৌলু, দৌড়ে যা। চৌকি আন্‌।
  11. Part 10
    বাঁশগাছে বাঁদর। যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে। ওকে দেখে পাঁচু ভয় পায়, পাছে আঁচড় দেয়।