Bangla Exposure through Poems and Songs
I Sing in Bangla আমি বাংলায় গান গাই (ami banglay gan gai)
Play Video with Sound Your browser does not support the HTML5 video tag Bangla with আমি বাংলা য় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমি কে চির দিন এই বাংলা য় খুঁজে পাই ।
আমি বাংলা য় দেখি স্বপ্ন
আমি বাংলা য় বাঁধি সুর
আমি এই বাংলার মায়া ভরা পথে হেটেছি এতটা দূর ।
বাংলা আমার জিবনানন্দ
বাংলা প্রানের সুর
আমি একবার দেখি , বার বার দেখি , দেখি বাংলার মুখ ।
আমি বাংলা য় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলা য় হাসি , বাংলা য় ভাসি , বাংলা য় জেগে রই ।
আমি বাংলা য় করি উল্লাশ
করি বাংলা য় হাহাকার
আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলা য় চিত্কার ।
বাংলা আমার দিপ্ত চেতনা , খিপ্ত তির ধনুক
আমি একবার দেখি বার বার দেখি , দেখি বাংলার মুখ ।
আমি বাংলা য় ভালবাসি
আমি বাংলাকে ভালবাসি
আমি তারী হাত ধরে সারা প্রিথিবির মানুষের কাছে আসি ।
আমি যা কিছু মহান বরন করেছি বিনম্র স্রদ্ধায়
মিশে তের নদি জল সাত সাগরে
গঙ্গায় পদ্দায়
বাংলা আমার ত্রিশ্নার জল
ত্রিপ্ত শেষ ছুমুক
আমি একবার দেখি বার বার দেখি , দেখি বাংলার মুখ ।
আমি বাংলা য় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমি কে চির দিন এই বাংলা য় খুজে পাই ।
আমি বাংলা য় দেখি সপ্ন
আমি বাংলা য় বাধি সুর
আমি এই বাংলার মায়া ভরা পথে হেটেছি এতটা দূর ।
বাংলা আমার জিবনানন্দ
বাংলা প্রানের সুর
আমি একবার দেখি , বার বার দেখি , দেখি বাংলার মুখ ।
English Translation not yet available