supriyosen.net

Bangla Exposure through Poems and Songs

I Sing in Banglaআমি বাংলায় গান গাই (ami banglay gan gai)

Play Video with Sound

Bangla with

আমি বাংলা য় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চির দিন এই বাংলা য় খুঁজে পাইআমি বাংলা য় দেখি স্বপ্ন আমি বাংলা য় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেটেছি এতটা দূরবাংলা আমার জিবনানন্দ বাংলা প্রানের সুর আমি একবার দেখি , বার বার দেখি , দেখি বাংলার মুখআমি বাংলা য় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলা য় হাসি , বাংলা য় ভাসি , বাংলা য় জেগে রইআমি বাংলা য় করি উল্লাশ করি বাংলা য় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলা য় চিত্কারবাংলা আমার দিপ্ত চেতনা , খিপ্ত তির ধনুক আমি একবার দেখি বার বার দেখি , দেখি বাংলার মুখআমি বাংলা য় ভালবাসি আমি বাংলাকে ভালবাসি আমি তারী হাত ধরে সারা প্রিথিবির মানুষের কাছে আসিআমি যা কিছু মহান বরন করেছি বিনম্র স্রদ্ধায় মিশে তের নদি জল সাত সাগরে গঙ্গায় পদ্দায় বাংলা আমার ত্রিশ্নার জল ত্রিপ্ত শেষ ছুমুক আমি একবার দেখি বার বার দেখি , দেখি বাংলার মুখআমি বাংলা য় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চির দিন এই বাংলা য় খুজে পাইআমি বাংলা য় দেখি সপ্ন আমি বাংলা য় বাধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেটেছি এতটা দূরবাংলা আমার জিবনানন্দ বাংলা প্রানের সুর আমি একবার দেখি , বার বার দেখি , দেখি বাংলার মুখ
English Translation not yet available

Notes

This song was written by Pratul Mukhopadhyay. It is an ode to his Bengali-ness and his love for all things Bengali.
The song talks about the beauty of Bengal as a whole which consists both of West Bengal and Bangladesh and sings the praise of our sweet mother tongue - Bengali/Bangla.

Versions on Youtube
Original version by Pratul Mukhopadhayay
Pratul Mukhopadhayay
Jayati Chakraborty
Jayati Chakraborty Live Jan 2020

Content © 2025   Supriyo Sen