supriyosen.net

Bangla Exposure through Poems and Songs

Oh My Bangla!আ-মরি বাংলা ভাষা (a-mori bangla bhaSha)

Play Video with Sound

Bangla with

মোদের গরব , মোদের আশা , আ-মরি বাংলা ভাষা ! মোদের গরব , মোদের আশা , আ-মরি বাংলা ভাষা ! মাগো তোমার কোলে , তোমার বোলে , কতই শান্তি ভালবাসা ! মাগো তোমার কোলে , তোমার বোলে , কতই শান্তি ভালবাসা ! আ-মরি বাংলা ভাষা ! মোদের গরব , মোদের আশা , আ-মরি বাংলা ভাষা ! কি যাদু বাংলা গানে - গান গেয়ে দাঁড় মাঝি টানে , কি যাদু বাংলা গানে - গান গেয়ে দাঁড় মাঝি টানে , গেয়ে গান নাচে বাউল - গেয়ে গান নাচে বাউল - গান গেয়ে ধান কাটে চাষামোদের গরব , মোদের আশা , আ-মরি বাংলা ভাষা ! আ-মরি বাংলা ভাষা ! মোদের গরব , মোদের আশা , আ-মরি বাংলা ভাষা ! ওই ভাষাতেই নিতাই গোড়া আনলো দেশে ভক্তিধারা - ওই ভাষাতেই নিতাই গোড়া আনলো দেশে ভক্তিধারা - মরি হায় হায় রে ! আছে কই এমন ভাষা , এমন দুঃখ-শ্রান্তি-নাশা ? আ-মরি বাংলা ভাষা ! মোদের গরব , মোদের আশা , আ-মরি বাংলা ভাষা ! বিদ্যাপতি , চণ্ডী , গোবিন , হেম , মধু , বঙ্কিম , নবীন - বিদ্যাপতি , চণ্ডী , গোবিন , হেম , মধু , বঙ্কিম , নবীন - ফুলেরি মধুর রসে , ফুলেরি মধুর রসে , বাঁধলো সুখে মধুর বাসাআ-মরি বাংলা ভাষা ! মোদের গরব , মোদের আশা , আ-মরি বাংলা ভাষা ! বাজিয়ে রবি তোমার বীণে , আনলো মালা জগৎ জিনে- বাজিয়ে রবি তোমার বীণে , আনলো মালা জগৎ জিনে- তোমার চরণ-তীর্থে মাগো তোমার চরণ-তীর্থে আজি , জগৎ করে যাওয়া-আসা আ-মরি বাংলা ভাষা ! মোদের গরব , মোদের আশা , আ-মরি বাংলা ভাষা ! ওই ভাষাতেই প্রথম বোলে ডাকনু মা য়ে মা , মা বলে ওই ভাষাতেই প্রথম বোলে ডাকনু মা য়ে মা , মা বলে ওই ভাষাতেই বলবো হরি , সাঙ্গ হলে কাঁদা-হাসা আ-মরি বাংলা ভাষা ! মোদের গরব , মোদের আশা , আ-মরি বাংলা ভাষা ! মাগো তোমার কোলে , তোমার বোলে , কতই শান্তি ভালবাসা ! মাগো তোমার কোলে , তোমার বোলে , কতই শান্তি ভালবাসা ! আ-মরি বাংলা ভাষা !

English Translation

Our pride, our hope, O my Bangla ! Our pride, our hope, O my Bangla ! Oh Mother, in your lap, through your words, what peace and love I feel ! Oh Mother, in your lap, through your words, what peace and love I feel ! O my cherished Bangla ! Our pride, our hope, O my Bangla ! What magic in Bangla songs, the boatman sings as he rows, What magic in Bangla songs, the boatman sings as he rows, The mystic Bauls dance to songs - and the farmer sings while cutting crops- The mystic Bauls dance to songs - and the farmer sings while cutting crops- Our pride, our hopes, O my Bangla ! O my cherished Bangla ! Our pride, our hope, O my Bangla ! With Bangla, Nitai & Gora brought devotion to this land- With Bangla, Nitai & Gora brought devotion to this land- How wonderful it is ! Is there another language with such power to destroy sadness and weariness? O my cherished Bangla ! Our pride, our hope, O my Bangla ! Bidyapati, Chondi, Gobin, Hem, Modhu, Bankim, Nobin- Bidyapati, Chondi, Gobin, Hem, Modhu, Bankim, Nobin- With the honey of this flower - With the honey of this flower - happiness has lined the nest. O my cherished Bangla ! Our pride, our hope, O my cherished Bangla ! By paying your Bina, Robi has brought the garland home- By paying your Bina, Robi has brought the garland home- Pilgrims come to your feet - Pilgrims come to your feet - back and forth from around the World O my cherished Bangla ! Our pride, Our hope, O my cherished Bangla ! In this language, I first cried mother, mother In this language, I first cried mother, mother In this language I will call for God, when crying and laughing has ended, O my cherished Bangla ! Our pride, our hope, O my cherished Bangla ! Mother, in your lap, Oh Mother, in your lap, through your words, what peace and love ! Oh Mother, in your lap, through your words, what peace and love ! O my cherished Bangla !

Notes

উল্লেখ্য:
১৯১৩ সালে রবীন্দ্রনাথের নোবেলজয়ের পর অতুলপ্রসাদের নিজস্ব গুরুবন্দনা ছিল ‘মোদের গরব মোদের আশা’-র দু’টি কলি: ‘বাজিয়ে রবি তোমার বীণে/ আনল মালা জগৎ জিনে…’ – (আনন্দবাজার পত্রিকা থেকে)
This was written by Poet Atul Prasad Sen as a tribute to Rabindranath Tagore when he won the Nobel Prize. The specific reference is noted above.
Content © 2025   Supriyo Sen