supriyosen.net

Bangla Exposure through Poems and Songs

My Son Doesn't "Get" Banglaবাংলাটা ঠিক আসে না (banglaTa Thik ase na)

Play Video with Sound

Bangla with

 ছেলে আমার খুবসি রিয়াস’ কথা য়-কথা য় হাসে না জানেন দাদা , আমার ছেলের , বাংলাটা ঠিক আসেনাইংলিশে রাইমসবলেডিবেটকরে , পড়া চলে আমার ছেলে খুবপজেটিভঅলীক স্বপ্নে ভাসে না জানেন দাদা , আমার ছেলের , বাংলাটা ঠিক আসে না । ‘ইংলিশওর গুলে খা য়া, ওটাইফাস্ট ’ ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড , সত্যি বলছি , হিন্দিতে ওর দারুণ তেজকী লাভ বলুন বাংলা পড়ে? বিমান ছেড়ে ঠেলায় চড়ে? বেঙ্গলিথার্ড ল্যাঙ্গুয়েজ’ তাই , তেমন ভালোবাসে না জানে দাদা , আমার ছেলের , বাংলাটা ঠিক আসে নাবাংলা আবার ভাষা নাকি , নেই কোনওচার্মবেঙ্গলিতে সহজ-সরল এই কথাটা লজ্জা কীসের মেনে নিতে ? ইংলিশ ভেরি ফ্যান্টাসটিক হিন্দি সুইট সায়েন্টিফিক বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস , ওরপ্লেসএদের পাশে না জানেন দাদা , আমার ছেলের , বাংলাটা ঠিক আসে নাবাংলা যেন কেমন-কেমন , খুবই দুর্বল প্যানপ্যানে শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যানঘ্যানেকীসের গরব ? কীসের আশা ? আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় ‘বেঙ্গলি ডে ’, ফেব্রুয়ারি মাসে না ? জানেন দাদা , আমার ছেলের , বাংলাটা ঠিক আসে নাইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলি ইজ ডিসগাস্টিং , ডিসগাস্টিং সর্বনাশাএই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাইপি .এন .পি .সিএই ভাষা তাই হলেও দেশি , সবাই ভালোবাসে না জানেন দাদা , আমার ছেলের , বাংলাটা ঠিক আসেনাবাংলা ভাষা নিয়েই নাকি এংলা-প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা , বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খা য়াই স্বভাব ওই দুধে তেজ-তাকত হয় না , বাংলাও তাই হাসে না জানেন দাদা , আমার ছেলের , বাংলাটা ঠিক আসেনাবিদেশে কী বাংলা চলে ? কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়ে ভালো নিরবতাআজ ইংলিশ বিশ্বভাষা বাংলা ফিনিশ , নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা , আমার ছেলের , বাংলাটা ঠিক আসেনা । শেক্সপীয়র, য়ার্ডস য়ার্থ, শেলী বা কীটস বা বা য়রন ভাষা ওদের কী বলিষ্ঠ , শক্ত-সবল যেন আয়রন কাজী নজরুল - রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলা য় ফেরে , আবেগে-উচ্ছ্বাসে না জানেন দাদা , আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা
English Translation not yet available

Notes

Title:বাংলাটা ঠিক আসে না! Don't "Get" Bangla
Lyrics:ভবানীপ্রসাদ মজুমদার Bhabaniprosad Majumdar
Recited By:Kothakoli Sharmistha
This comic poem described how someone doesn't "get" Bangla, while managing to flourish in learning English
Content © 2025   Supriyo Sen