supriyosen.net

Bangla Exposure through Poems and Songs

The Captive Heroবন্দী বীর (bondI bIr)

Play Sound


Bangla with

পঞ্চনদীর তীরে বেণী পাকাইয়া শিরে দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠেছে শিখ নির্মম নির্ভীকহাজার কণ্ঠে গুরুজির জয় ধ্বনিয়া তুলেছে দিক্‌নূতন জাগিয়া শিখ নূতন উষার সূর্যের পানে চাহিল নির্নিমিখ । 'অলখ নিরঞ্জন ' মহারব উঠে বন্ধন টুটে করে ভয়ভঞ্জন। বক্ষের পাশে ঘন উল্লাসে অসি বাজে ঝন্‌ঝন্‌পঞ্জাব আজি গরজি উঠিল , 'অলখ নিরঞ্জন !' এসেছে সে এক দিন লক্ষ পরানে শঙ্কা না জানে না রাখে কাহারো ঋণজীবন মৃত্যু পায়ের ভৃত্য , চিত্ত ভাবনাহীনপঞ্চনদীর ঘিরি দশ তীর এসেছে সে এক দিনদিল্লিপ্রাসাদকূটে হোথা বারবার বাদশাজাদার তন্দ্রা যেতেছে ছুটেকাদের কণ্ঠে গগন মন্থ , নিবিড় নিশীথ টুটে-- কাদের মশালে আকাশের ভালে আগুন উঠেছে ফুটে ! পঞ্চনদীর তীরে ভক্তদেহের রক্তলহরী মুক্ত হইল কি রে ! লক্ষ বক্ষ চিরে ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষীসমান ছুটে যেন নিজনীড়ে। বীরগণ জননীরে রক্ততিলক ললাটে পরালো পঞ্চনদীর তীরেমোগল-শিখের রণে মরণ-আলিঙ্গনে কণ্ঠ পাকড়ি ধরিল আঁকড়ি দুইজনা দুইজনেদংশনক্ষত শ্যেনবিহঙ্গ যুঝে ভুজঙ্গ-সনেসেদিন কঠিন রণে 'জয় গুরুজির ' হাঁকে শিখ বীর সুগভীর নিঃস্বনেমত্ত মোগল রক্তপাগল 'দীন্‌ দীন্‌ ' গরজনেগুরুদাসপুর গড়ে বন্দী যখন বন্দী হইল তুরানি সেনার করে , সিংহের মতো শৃঙ্খল গত বাঁধি লয়ে গেল ধরে দিল্লিনগর -'পরেবন্দা সমরে বন্দী হইল গুরুদাসপুর গড়ে। সম্মুখে চলে মোগল-সৈন্য উড়ায়ে পথের ধূলি , ছিন্ন শিখের মুণ্ড লইয়া বর্শাফলকে তুলিশিখ সাত শত চলে পশ্চাতে , বাজে শৃঙ্খলগুলিরাজপথ -'পরে লোক নাহি ধরে , বাতায়ন যায় খুলিশিখ গরজয়, 'গুরুজির জয়' পরানের ভয় ভুলিমোগলে শিখে উড়ালো আজিকে দিল্লিপথের ধূলি । পড়ি গেল কাড়াকাড়ি, আগে কেবা প্রাণ করিবেক দান তারি লাগি তাড়াতাড়ি। দিন গেলে প্রাতে ঘাতকের হাতে বন্দীরা সারি সারি 'জয় গুরুজির ' কহি শত বীর শত শির দেয় ডারিসপ্তাহকালে সাত শত প্রাণ নিঃশেষ হয়ে গেলে বন্দার কোলে কাজি দিল তুলি বন্দার এক ছেলেকহিল , 'ইহারে বধিতে হইবে নিজহাতে অবহেলে ।' দিল তার কোলে ফেলে কিশোর কুমার , বাঁধা বাহু তার , বন্দার এক ছেলেকিছু না কহিল বাণী , বন্দা সুধীরে ছোটো ছেলেটিরে লইল বক্ষে টানিক্ষণকালতরে মাথার উপরে রাখে দক্ষিণ পাণি , শুধু একবার চুম্বিল তার রাঙা উষ্ণীষখানিতার পরে ধীরে কটিবাস হতে ছুরিকা খসায়ে আনি বালকের মুখ চাহি 'গুরুজির জয়' কানে কানে কয়, 'রে পুত্র , ভয় নাহি ।' নবীন বদনে অভয় কিরণ জ্বলি উঠি উৎসাহি কিশোর কণ্ঠে কাঁপে সভাতল বালক উঠিল গাহি 'গুরুজির জয়! কিছু নাহি ভয়' বন্দার মুখ চাহিবন্দা তখন বামবাহুপাশ জড়াইল তার গলে , দক্ষিণ করে ছেলের বক্ষে ছুরি বসাইল বলেড্ড 'গুরুজির জয়' কহি য়া বালক লুটালো ধরণীতলেসভা হল নিস্তব্ধ বন্দার দেহ ছিঁড়িল ঘাতক সাঁড়াশি করি য়া দগ্ধস্থির হয়ে বীর মরিল , না করি ' একটি কাতর শব্দদর্শনজন মুদিল নয়ন, সভা হল নিস্তব্ধ

English Translation

On the banks of the five rivers, Up rise the Sikhs spontaneous; With hair coiled above their head Inspired by the Mantra their Guru spread Fearless and unyielding….. 'Glory to Guruji' – thousands of them Resound the horizon; At the rising sun of the dawn The Sikhs stare with deep emotion With new awakening. 'Alakha Niranjan!' (means 'Holy Spotless'= God) The war cry of the rebellion; Let loose their chivalry; On their ribs clank swords luminary; In wild joy was Punjab's insurrection 'Alakha Niranjan!' There came a day, Thousands of hearts were on their way Without any binding or fear, Life and death at their feet slaves mere, Their minds fearless; There on the banks of those rivers The tale of that day still shivers. At the tower of the Delhi palace, Where the Sikhs are apace – The Badshajada's (*) drowsy spell (*= Emperor) Time and again they quell; Whose voices there, the dark sky tear? Whose torches set the horizon afire? On the banks of the rivers five, For supreme sacrifice was their dive, Unleashed there was the flood Of the devotees' blood. From thousands of hearts torn apart For destination divine in their lark – The heroes putting their sacred blood mark On the forehead of their motherland There around the five rivers so dear and grand. In the Mughol and Sikh battle Their embrace to each other throttle Like the fight between the eagle and snake, Deep bruises one to the other did make. In the fierce fight of that day – In blood craze 'Din Din' the Mughols bay, 'Glory to Guruji' – was the Sikh's commotion In their divine devotion. At Gurudaspur castle When Banda was captured amidst all bustle In the hands of the Turani troop, As if a lion fettered with his group; To capital Delhi they were taken, Alas, at Gurudaspur Banda was beaten! The Mughol soldiers march ahead, Kicking up the road dust in sneer, Hoisting the Sikh's chopped head At the blade of their spear. Follow them Sikhs seven hundred, Tinkles their chain, Throng people on the road widespread, Windows open – a glimpse they fain, 'Glory to Guruji', the Sikhs roar, For fear of life none is sore, Sikhs with the Mughols to-day, Stormed the Delhi road all in gay. Started the scurry, For lead in the carnage was their hurry; They line up at the dawn Defiant till their execution. 'Glory to Guruji' was their slogan Until they were done. Thus over a week, The arena turned bleak; With seven hundred lives gone – Upon the martyrs' immortalization. On the last round of cruelty Banda was ordered by the Kazi (=judge) To kill his own son, At ease to be done. In mere teen was the boy, With hands tied thrown as a toy Into the lap of Banda and without a word He drew him close to his heart. For a while he put his hand on his head, Just once kissed his turban red. He then draws his dagger, Whispers in the child's ear – 'Glory be to Guruji – fear not my son' A virile in the boy's face did burn – In his juvenile voice the court did ring 'Glory to Guruji' as he did sing. With his left hand Banda held the boy, With right struck the dagger in his ploy, 'Glory be to Guruji', was all he did implore As he took to the floor. Silence fell in the court, Guruji's inspiration still not abort. Then with tong red hot Banda's body was pieced apart; A word of moan he uttered not And all in calm did he depart. As stopped his heart throb Witnesses closed eyes – silence choked pin drop.
No Notes yet
Content © 2024   Supriyo Sen