supriyosen.net

Bangla Exposure through Poems and Songs

The Caged Birdখাঁচার পাখি ছিল (khanchar pakhi)

Play Video with Sound

Bangla with

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে , বনের পাখি ছিল বনেএকদা কী করিয়া মিলন হল দোঁহে , কী ছিল বিধাতার মনেবনের পাখি বলে , ‘খাঁচার পাখি ভাই , বনেতে যাই দোঁহে মিলে ।’ খাঁচার পাখি বলে , ‘বনের পাখি আয় , খাঁচায় থাকি নিরিবিলে ।’ বনের পাখি বলে , ‘না , আমি শিকলে ধরা নাহি দিব ।’ খাঁচার পাখি বলে , ‘হায় , আমি কেমনে বনে বাহিরিব ।’ বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত , খাঁচার পাখি গাহে শিখানো বুলি তার— দোঁহার ভাষা দুইমতবনের পাখি বলেখাঁচার পাখি ভাই , বনের গান গাও দেখি ।’ খাঁচার পাখি বলে , ‘বনের পাখি ভাই , খাঁচার গান লহো শিখি ।’ বনের পাখি বলে , ‘না , আমি শিখানো গান নাহি চাই ।’ খাঁচার পাখি বলে , ‘হায় আমি কেমনে বনগান গাই ।’ বনের পাখি বলে , ‘আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার ।’ খাঁচার পাখি বলে , ‘খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার ।’ বনের পাখি বলে , ‘আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে ।’ খাঁচার পাখি বলে , ‘নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে ।’ বনের পাখি বলে , ‘না , সেথা কোথায় উড়িবারে পাই !’ খাঁচার পাখি বলে , ‘হায় , মেঘে কোথায় বসিবার ঠাঁই ।’ এমনি দুই পাখি দোঁহারে ভালোবাসে , তবুও কাছে নাহি পায়খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে , নীরবে চোখে চোখে চায়দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে , বুঝাতে নারে আপনায়দুজনে একা একা ঝাপটি মরে পাখা—কাতরে কহে , ‘কাছে আয় !’ বনের পাখি বলে , ‘না , কবে খাঁচায় রুধি দিবে দ্বার !’ খাঁচার পাখি বলে , ‘হায় , মোর শকতি নাহি উড়িবার ।’

English Translation

THE TAME BIRD WAS IN A CAGE by: Rabindranath Tagore (1861-1941) The tame bird was in a cage, the free bird was in the forest. They met when the time came, it was a decree of fate. The free bird cries, "O my love, let us fly to the wood." The cage bird whispers, "Come hither, let us both live in the cage." Says the free bird, "Among bars, where is there room to spread one's wings?" "Alas," cries the caged bird, "I should not know where to sit perched in the sky." The free bird cries, "My darling, sing the songs of the woodlands." The cage bird sings, "Sit by my side, I'll teach you the speech of the learned." The forest bird cries, "No, ah no! songs can never be taught." The cage bird says, "Alas for me, I know not the songs of the woodlands." Their love is intense with longing, but they never can fly wing to wing. Through the bars of the cage they look, and vain is their wish to know each other. They flutter their wings in yearning, and sing, "Come closer, my love!" The free bird cries, "It cannot be, I fear the closed doors of the cage." The cage bird whispers, "Alas, my wings are powerless and dead."

Notes

"The tame bird was in a cage" is from The Gardener. Rabindranath Tagore. New York: The Macmillan Company, 1913.
Content © 2025   Supriyo Sen